গুগল ডুও ওয়েবে একসাথে ৩২ জনের ভিডিও কল

১৮ জুন, ২০২০ ১৫:১৭  
গুগল ডুও তাদের ব্য়বহারকারীদের জন্য় নিয়ে এল একটি বিশেষ সুবিধা। গুগলের ভিডিও কলিং প্ল্যাটফর্ম গুগল ডুওয়ের ওয়েব ভার্সনে গ্রুপ ভিডিও কলে এখন সদস্য সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন ৩২ জন সদস্য় একসাথে একটি গ্রুপে ভিডিও কলে যোগ দিতে পারবেন। কোম্পানির তরফ থেকে তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে এটি ঘোষণা করা হয়েছে। ডুও একটি ব্যক্তিগত যোগাযোগের প্ল্যাটফর্ম হিসাবে আনা হয়েছে। এর আগে গুগল ডুওতে ওয়েব ভিডিও কলের লিমিট ছিল ১২ জনের। গুগল সম্প্রতি এক মাস আগে ঘোষণা করেছিল যে শীঘ্রই কোম্পানি ওয়েব সংস্করণ গ্রুপ ভিডিও কল সপোর্ট এর সাথে ফ্যামিলি মোড ফিচার আনবে। এই ঘোষনার ১ মাস পরে, এখন গ্রুপ ভিডিও কলে এই পরিবর্তনটি চালু করা হয়েছে। এই আপডেটটি লেটেস্ট ক্রোম সংস্করণে রোল আউট করা শুরু হয়েছে।